অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী বাহিনী আইএস এর কাছ থেকে রামাদীর নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে চুড়ান্ত চেষ্টা চালাচ্ছে


Iraqi Security forces enter the heavy damaged Huz neighborhood in downtown Ramadi, 70 miles (115 kilometers) west of Baghdad, Dec. 26, 2015.
Iraqi Security forces enter the heavy damaged Huz neighborhood in downtown Ramadi, 70 miles (115 kilometers) west of Baghdad, Dec. 26, 2015.

ইরাকী বাহিনী বলেছে তারা রামাদি শহরে একটি সরকারি ভবনের নিয়ন্ত্রণ ইসলামিক স্টেট চরমপন্থীদের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চুড়ান্ত চেষ্টা চালাচ্ছে। ৭ মাস আগে চরমপন্থীরা ওই নিয়ন্ত্রণ নেয়।

সরকারি ভবনের নিয়ন্ত্রণ পুনরায় গ্রহন করলে রামাদিতে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন ঘটবে। সেনা বাহিনী তাহলে আরেকবার গুরুত্বপূর্ণ ওই শহর নিয়ন্ত্রণ করবে। রামাদি আনবার প্রদেশের রাজধানী। কিন্তু সরকারি ভবনের চতুরদিকের এলাকায় ভুমিমাইন পাতা আছে।

ইরাকী সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন বিস্ফোরকগুলোয় বিস্ফোরণ ঘটানোর জন্য সেনারা বিমান হামলা চালিয়েছে। এবং তার ফলে তারা এগুতে পেরেছে। ইরাকী সামরিক কর্মকর্তারা বলেছেন আইএস সন্ত্রাসীরা, ইরাকী অগ্রযাত্রা মন্থর করার লক্ষ্যে আত্মঘাতী বোমা হামলাকারী সহ বিভিন্ন প্রতিবন্ধক ব্যবহার করছে।

XS
SM
MD
LG