অ্যাকসেসিবিলিটি লিংক

বাগদাদের উত্তরাঞ্চলবর্তী শিয়াদের ধর্মীয় পিঠস্থানে জমায়েত হয়েছেন শত শত শিয়া পুন্যার্থী


আজ বাগদাদের উত্তরাঞ্চলবর্তী শিয়াদের ধর্মীয় এক পিঠস্থানে জমায়েত হয়েছেন শত শত শিয়া পুন্যার্থী অস্টাদশ শতকের শিয়া ইমাম মূসা আল খাদিমের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানাতে তাঁর বার্ষিকী উপলক্ষে। গত সপ্তাহের দু’ দু’টো জিহাদী-সন্ত্রাসী বোমা হামলার পর সৃষ্ট আতংক-ভিতি সত্বেও এভাবে জন সমাগম হয়েছে ওখানে।

প্রতিবাদি যাঁরা আন্তর্জাতিক যোনে চড়াও হয় শনিবারদিন, তাঁরা মোটামুটি তাঁদের প্রতিবাদ বিক্ষোভের সূর কিছুটা নমনীয় করে সোমবারের উৎসব আয়োজনে শরিক হতে শুরু করে । পুন্যার্থীদের সূরক্ষার জন্যে বড়ো বড়ো সড়কগুলোয় প্রতিবন্ধক খাড়া করা ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয় – কিন্তু তার পরও সূন্নী উগ্রপন্থীরা হামলা পরিচালনায় সক্ষম হয় এবং সোমবারের গাড়ি বোমার বিস্ফোরণসহ তাদের হামলা অভিযানে ১৮ পুন্যার্থীর জীবনাবসান ঘটে।প্রতিবাদী পক্ষের নেতা মুকতাদা আস সাদার প্রত্যয় ব্যক্ত করেন- আবার তিনি ঐ এলাকায় ফিরবেন নতুন উদ্যমে। ঐ অঞ্চল থেকে দেশের অধিকাংশ সংসদ বিধায়কই প্রাণ বাঁচাতে –শনিবার ও রবিবার পালিয়ে যান - সদরের অনুসারীরা যখন কিনা সংষদ ভবনের ওপর চড়াও হয়েছিলো – নতুন সরকার কায়েমের দাবি জানাতে।আবার তারা ওখানে ফিরবে কিনা – ফিরলে কবে, কখন ফিরতে পারে সেটা পরিস্কার বোঝা যাচ্ছেনা।

XS
SM
MD
LG