অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে সহিংসতায় ৬০ জন নিহত



ইরাকি কর্মকর্তারা বলছেন যে বাগদাদের শিয়া প্রধান এলাকায় একটি শেষকৃত্যানুষ্ঠানে গাড়ি বোমা বিস্ফোরিত হলে সেখানে উপস্থিত শোকার্ত লোকজন প্রাণ হারায়

সাদর সিটির পুলিশ বলছে যে এই ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। তদন্তকারীরা বলছে যে অন্তত একটি বিস্ফোরণের জন্যে একজন আত্মঘাতী গাড়ি বোমাবাজ দায়ী এবং আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে , বিস্ফোরক ভর্তি গাড়ির কারণে।

ইরাক জুড়ে উপর্যুপরি আক্রমণে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ জন সদস্য মারা গেছে । মনে করা হচ্ছে দেশে যে হারে সহিংসতা বৃদ্ধি পেয়েছে , এটি তারই অংশ।

আজ শনিবার সব চেয়ে মারাত্মক ঘটনাটি ঘটে বাগদাদের উত্তরে বাইজি শহরে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে আত্মঘাতী বোমাবাজরা পুলিশের সদরদপ্তরে বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ৬ জন পুলিশ নিহত হয়।
তদন্তকারীরা বলেন যে থানায় একজন প্রহরী গুলি করে একজন সন্দেহভাজন বোমাবজকে হত্যা করে কিন্তু অন্যান্যরা ভবনের ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়।

উত্তরের নিনেভেহ প্রদেশে , অপরিচিত বন্দুকধারীরা কারাগারের দু জন প্রহরীকে হত্যা করে। মসেল শহতরের কাছে রাস্তায় পাতা বোমার আঘাতে দু জন সৈন্য প্রাণ হারায়।

এ সব আক্রমণের দায় কেউ স্বীকার করেনি।
XS
SM
MD
LG