অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে হামলার আশঙ্কা আরও বাড়লো


জার্মানবাসির মধ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা আগের চেয়ে আরও আট ভাগ বৃদ্ধি পেয়েছে। দু’ সপ্তাহের ব্যবধানে জার্মান টিভি জেডডিএফ পরিচালিত জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, প্রথম হামলার আগে ৬৯ ভাগ মানুষের আশঙ্কা ছিল তাদের দেশে শিগগিরই হামলা হবে। এরপর দ্বিতীয় হামলার পরে এখনও আরও আট ভাগ বেশি অর্থাৎ ৭৭ ভাগ মানুষ আশঙ্কা করছেন যে, শিগগিরই আরও হামলা হতে পারে।
জার্মানির সর্বশেষ পরিস্থিতি নিয়ে লন্ডন থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।

XS
SM
MD
LG