অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের নতুন সংসদ প্রথম অধিবেশনের সমাপ্তি টেনেছে-নতুন প্রধানমন্ত্রী নির্ধারণ ব্যতিরেকেই


ইরাকের নতুন সংসদ প্রথম অধিবেশনের সমাপ্তি টেনেছে-নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নির্ধারণ ব্যতিরেকেই।

এপ্রিলের শেষভাগে নির্বাচিত এ সংসদের বিধায়কেরা এই প্রথম সংসদে অধিবেশনে সমবেত হন মঙ্গলবার- কিন্তু অস্থায়ি স্পীকার মাহদি আল হাফিদ বেশ কিছু সংখ্যক সংসদ-সদস্য বিরতি শেষে অধিবেশনে ফিরতে ব্যর্থ হলে পর সংসদ মুলতুবি করে দেন।

নির্বাচনের পর প্রধানমন্ত্রী নূরী আল মালিকীই তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চাইবেন বলেই ব্যাপক বিস্তৃতভাবে ধারণা করা হয়েছিলো।কিন্তু তার পর হতেই সুন্নী ইসলিামপন্থি জঙ্গিরা ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তির্ণ এলাকা দখল করে নিয়েছে এবং দেশ নিপতিত হয়েছে সকটাকীর্ণ পরিস্থিতিতে।

পশ্চিমা নেতারা মিলেমিশে একটি অংশগ্রহনমূলক সরকার গঠনের জন্যে ইরাকি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন- যাতে শিয়া, সূন্নী ও কুর্দি জনগোষ্ঠীর মধ্যেকার ভেদাভেদ দূর করা যায়।

ইরাক এখন যে পদ্ধতিতে চলছে তাতে প্রধানমন্ত্রী একজন শিয়াপন্থী-প্রেসিডেন্ট কুর্দি এবং সংসদ অধ্যক্ষ একজন সুন্নি।

XS
SM
MD
LG