অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেইট জঙ্গি লড়াকুদেরকে তিকরিত থেকে খেদাতে অভিযান শুরু করেছে ইরাক বাহিনী


ইরাকের সামরিক বাহিনী বলছে-ইসলামিক স্টেইট জঙ্গি গোষ্ঠীর লড়াকুদেরকে উত্তরাঞ্চলের তিকরিত শহর থেকে খেদিয়ে বের করতে তারা অভিযান শুরু করেছে।

শহর পুনর্দখলের এ অভিযান শুরু হয়েছে মঙ্গলবার ভোর থেকে- জানাচ্ছেন কর্মকর্তারা। এই তিকরিত হলো ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আদি নিবাস।

এর আগে সোমবার,সামরিক কৌশলগত দিক দিয়ে গুরুত্বপুর্ণ উত্তরাঞ্চলবর্তি একটি বাঁধ সুন্নি উগ্রপন্থীদের কব্জা থেকে পুনর্দখল করতে যুক্তরাষ্ট্র মদত জোগায় ইরাকি ও কুর্দ বাহিনীর সৈন্যদেরকে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন-মৌসুল ড্যাম জঙ্গিরা ভেঙ্গে ফেললে ইরাকের উত্তরাঞ্চলে মহা বিপর্যয়কর বন্যার ঢল নেমে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটতো।

মি:ওবামা বলেন-যুক্তরাষ্ট্র, ইরাকে গুরুত্বপুর্ণ অগ্রগতি হতে দেখছে-জঙ্গিদের ধাক্কা মেরে পিছু হঠাতে মদত দিচ্ছে-কুর্দি ও ইরাকি বাহিনীর সৈন্যদেরকে অস্ত্রশস্ত্র এবং সহায়তা জোগাচ্ছে।

ওদিকে , জেনিভায় জাতিসংঘের শরনার্থী সংস্থা বলছে-ইরাকের উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পাঁচ লক্ষ মানুষের সহায়তা জোগাতে তারা বিশাল একটা কর্মসূচীর প্রস্তুতি নিচ্ছে।

XS
SM
MD
LG