অ্যাকসেসিবিলিটি লিংক

রেডিও-ফ্রি-ইরাকের ব্যুরো চীফের হত্যাকারীর মৃত্যুদন্ড দাবী করছে সাংবাদিকমহল


ইরাকের সাংবাদিকরা, বাগদাদের রেডিও ফ্রি ইরাকের ব্যুরো চীফকে হত্যার দায়ে প্রেসিডেনশিয়াল রক্ষীর মৃত্যুদন্ড-এর দাবী জানাচ্ছে। রেডিও ফ্রি ইরাক, যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক সম্প্রচার কার্যক্রমের একটি শাখা।

রোববার, শোকার্তরা, মোঃ আল শামারীর মরদেহ নিয়ে মিছিল করে। শনিবার সকালে, প্রেসিডেনশিয়াল কম্পাউন্ডের গেইটের কাছে, একজন ইরাকী প্রেসিডেনশিয়াল রক্ষী তাঁকে গুলি করে। এর আগে তাদের মধ্যে কার গাড়ি প্রথমে নিরাপত্তা চৌকির ভেতর দিয়ে যাবে তা নিয়ে বাক-বিতন্ডা হয়।

ইরাকের জার্নালিস্ট সিন্ডিকেইটের প্রধান, মুয়ায়েদ আলামি ঐ রক্ষীর মৃত্যুদন্ডের দাবী জানিয়েছেন।

ইরাকের নিরাপত্তা বাহিনীর ঐ রক্ষীকে আটক করে রেখেছে। রক্ষী ইরাকী প্রেসিডেণ্ট জালাল তালাবানির হয়ে কাজ করছিল।

৪৬ বছর বয়সী প্রবীন সাংবাদিক মিঃ শামারী ২০০৬ সাল থেকে রেডিও ফ্রি ইরাকে কাজ করছিলেন। ২০১২ সালে তিনি বাগদাদের বিউরো চীফের দায়িত্ব নেন।
XS
SM
MD
LG