অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে রামাদি থেকে ইসলামিক স্টেট যোদ্ধাদের পুরোপুরি হঠানোর অভিযান অব্যাহত


Members of Iraq's elite counter-terrorism service flash the "V" for victory sign, Dec. 29, 2015 in the city of Ramadi, the capital of Iraq's Anbar province, about 110 kilometers west of Baghdad, after Iraqi forces recaptured it from the Islamic State (IS)
Members of Iraq's elite counter-terrorism service flash the "V" for victory sign, Dec. 29, 2015 in the city of Ramadi, the capital of Iraq's Anbar province, about 110 kilometers west of Baghdad, after Iraqi forces recaptured it from the Islamic State (IS)

ইরাকী বাহিনী, পশ্চিমাঞ্চলের প্রধান শহর রামাদিতে সরকারি ভবনের চত্বর পুনর দখলের পর, ওই শহর থেকে ইসলামিক স্টেট যোদ্ধাদের হঠিয়ে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবারও তৎপরতা চালিয়েছে।

মে মাসে রামাদির নিয়ন্ত্রণ হারানোটা প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সরকারের জন্য এবং সামরিক বাহিনীর জন্য একটা বড় আঘাত ছিল। তারা চরমপন্থীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখে।

কিন্তু পুনরায় রামাদির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সর্বসাম্প্রতিকতম অভিযানে, সোমবারের সাফল্যের পর, আবাদি, ইরাকী টেলিভিশনে ঘোষণা করেন যে ২০১৬ সালটি হবে সেই বছর যে বছরে ইসলামিক স্টেটকে ইরাক থেকে হঠিয়ে দেওয়া হবে। তিনি বলেন সেন বাহিনীর পরবর্তী লক্ষ্যস্থল হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ শহর মসুল।

XS
SM
MD
LG