অ্যাকসেসিবিলিটি লিংক

ইরম শর্মিলা চানু ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চান


ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুরে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা প্রত্যাহারের দাবীতে গত ষোলো বছর ধরে চালিয়ে যাওয়া অনশন আজ তুলে রাজনীতিতে যোগ দিয়ে ইরম শর্মিলা চানু ঘোষণা করলেন যে তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চান। তাঁর এই আপসহীন লড়াই ইরম শর্মিলা চানুকে লৌহমানবী পরিচিতি দিয়েছিল।

এতদিন তিনি খাবার, জল স্পর্শ করেননি, নাকে লাগানো টিউব দিয়ে তাঁকে জোর করে খাওয়ানো হয়েছে। তবে শর্মিলাই আচমকা কয়েক দিন আগের ঘোষণা মত আজ অনশন তুলে নিয়ে জানান, মুখ্যমন্ত্রী হতে পারলে তাঁর প্রথম কাজই হবে ‘দানবীয়’ আফস্পা তুলে নেওয়া।

আজ ভারতীয় সকাল এগারোটা নাগাদ ইম্ফল পশ্চিমের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট লামখানপাও টনসিং-এর সামনে দশ হাজার টাকার পার্সনাল বন্ডে সই করে জামিন নেন শর্মিলা। তিনি বলেন, "ষোলো বছর ধরে অনশন করে দেখলাম কিছুই পেলাম না। এবার অন্য কায়দায় আন্দোলন করতে চাই। যে আন্দোলনে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী হব। মামলার পরবর্তী শুনানিতেইশে আগস্ট"।

XS
SM
MD
LG