অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ৩০ জনকে অপহরণের পর হত্যা করেছে ইসলামিক ষ্টেট জঙ্গীরা


আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে ইসলামিক ষ্টেট জঙ্গী গোষ্ঠি সমর্থীত বাহিনী মঙ্গলবার রাতে অন্তত ৩০ জন অসামরিক লোককে অপহরণ করার পর হত্যা করেছে।

ঘোর প্রদেশের শিয়া হাজারা অধ্যুষিত পর্বতময় ঐ অঞ্চলে ইসলামিক ষ্টেটের এটিই প্রথম অভিযান। এ্যাতোদিন পূর্ব নানগারহার প্রদেশে এবং পাকিস্তানের সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল তাদের কর্মকান্ড।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল হাই খাতিবি ভয়েস অব আমেরিকাকে জানান দাইশ সন্ত্রাসীদের হাতে যারা অপহৃত হয়েছেন তারা পাহাড়ের বিভিন্ন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে বেরিয়েছিলেন। তিনি আরো বলেন মঙ্গলবার রাতে আফগান বাহিনী অপহৃতদের উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করে।

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঐ ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবী জানিয়েছে আফগান সরকারের কাছে। একে জঘন্য একটি অপরাধ বলে মন্তব্য করেছে এ্যামনেষ্টি।

XS
SM
MD
LG