অ্যাকসেসিবিলিটি লিংক

কুষ্টিয়ায় চিকিৎসককে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট


kustia killing
kustia killing

কুষ্টিয়ায় শুক্রবার দুবৃর্ত্তরা কুপিয়ে যে হোমিওপ্যাথি চিকিৎসককে হত্যা করেছে, সেই হত্যার দায় ইসলামিক স্টেট বা আইএস স্বীকার করেছে বলে জঙ্গী তৎপরতার ওপর নজরদারি সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ জানিয়েছে। সাইট ইনটেলিজেন্স শনিবার বাংলাদেশ সময় সকালে এক বার্তায় আইএসের সংবাদমাধ্যম আমক নিউজ এজেন্সীর বরাতে বলছে, কুষ্টিয়ায় খ্রিষ্টধর্ম পথে জনগণকে উদ্ধুদ্দ করার জন্যই এক চিকিৎসককে হত্যা করেছে আইএস যোদ্ধারা। এনিয়ে গত পাঁচ মাসেই দুর্বৃত্তরা একই ধারায় ও পদ্ধতিতে কমসে কম ১৩টজনকে হত্যা করেছে-যার দায় স্বীকার করেছে আইএস বা আল কায়েদা বা এর সহযোগীরা। তবে বাংলাদেশ সরকার বরাবরই তা নাকচ করে দিচ্ছে। পুলিশ ঘটনার কোন কূল-কিনারা করতে পারেনি। একটি মামলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হোমিওপ্যাথি চিকিৎসক মীর সানাউর রহমান বাউল ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন।

এদিকে, ইন্টারনেটে জঙ্গীবাদী কার্যক্রম মোকাবেলায় বিশেষ সাইবার ইউনিট গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এর ধরন ও কার্যপদ্ধতি কি হবে সে সম্পর্কে মন্ত্রী কিছুই জানাননি।...ঢাকা থেকেঅ আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG