অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠিটি চীনের হামলার হুমকি দিয়েছে


ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠিটি এ মাসের গোড়ার দিকে একটি ভিডিও প্রকাশ করেছে যে খানে চীনের ভেতরই হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে চীন যখন মধ্য এশিয়া, মধ্য প্রাচ্য এবং আফ্রিকায় তার প্রভাব বাড়াতে চাইছে , তখন তার নাগরিকরা আরও বেশি করে সন্ত্রাসী হুমকির সম্মুখীন হচ্ছে এবং বেইজিংকে এর জবাব দিতে হচ্ছে।

আই এস এর ঐ ভিডিওতে দেখানোর চেষ্টা করা হয়েছে যে চীনের উইঘুর জাতিগোষ্ঠির লোকেরা ইরাকের আই এস জঙ্গিদের হয়ে লড়ছে । তারা হুমকি দিয়েছে যে দেশে ফিরে তারা “রক্ত গঙ্গা” বইয়ে দেবে।

ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেসের একজন বিশ্লেষক বলছেন যে ইরাক এবং সিরিয়ায় প্রচন্ড ক্ষতির সম্মুখীন আই এস এখন পাল্টা লড়াইয়ের অংশ হিসেবে এ ধরণের প্রচার চালাচ্ছে।

XS
SM
MD
LG