অ্যাকসেসিবিলিটি লিংক

লস্কর ই তোইবা হাত মিলিয়েছে ইসলামিক ষ্টেটের সঙ্গে


সংবাদ সংস্থা পিটিআই সুত্রের খবর, পাকিস্তান পন্থী জঙ্গি সংগঠন লস্কর ই তোইবা হাত মিলিয়েছে ইসলামিক ষ্টেট জঙ্গি সংগঠনের সঙ্গে । নতুন দিল্লীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আর আর নিমভোরকর ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সেনা আধিকারিক আশঙ্কা প্রকাশ করেছেন হতে পারে লস্কর জঙ্গিরা আইএস'র সঙ্গে হাত মিলিয়েছে। প্যারিসের মতো হামলার ঘটনা ভারতের কোনো শহরে ঘটতে পারে কিনা এ প্রশ্নের জবাবে নিমভোরকরের বক্তব্য, গোয়েন্দা রির্পোট পাক অধিকৃত কাশ্মীরে প্রায় সাত'শো জঙ্গি রয়েছে। নিয়ন্ত্রন রেখা বরাবর এলাকায় জঙ্গি প্রশিক্ষন শিবির গুলি রয়েছে। সম্প্রতি ধৃত জঙ্গি নাভেদকে জেরা করে জানা গেছে ৩৭টিরও বেশী জঙ্গি প্রশিক্ষন শিবির সক্রিয় রয়েছে সেখানে। ওই জঙ্গিরা ফাক পেলেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাবে। এবং সে কথাও স্বীকার করে নিয়েছেন উচ্চ পদস্থ এই সেনা আধিকারিক।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG