অ্যাকসেসিবিলিটি লিংক

আই এস নক্সালপন্থিদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে


ভারতে নকশাল গোষ্ঠী ও মাওবাদীরা কীভাবে সন্ত্রাস ছড়ায় বা তাদের নাশকতামূলক কার্যকলাপের পদ্ধতি কেমন জানতে চায় ইসলামিক স্টেট (আইএস)। এ জন্য এ দেশে আই এস এর লোকজন নকশালদের সঙ্গে যোগাযোগ করেছে। এমনকী তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও কিনতে চেয়েছে আইএস।

এ দেশের নকশাল গোষ্ঠীর সঙ্গে আইএসের গোপনে যোগসাজস গড়ে ওঠার এমন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের জাতীয় তদন্ত কারী সংস্থা - ন্যাশনাল ইনভেষ্টিগেশন এজেন্সী (এনআইএ)। ভারতে আইএসের লোকজন নিয়োগের প্রধান দায়িত্ব পালনকারী সফি আরমর সহ ষোলো জনের বিরুদ্ধে বিশেষ আদালতে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে এই তথ্যের উল্লেখ করেছে এন আই এ। এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে অভিযুক্তরা নকশালদের সঙ্গে যোগাযোগ করে তাদের সন্ত্রাসবাদী, নাশকতামূলক কার্যকলাপ, অপারেশনের ধাঁচ বোঝার চেষ্টা করেছিল। নকশালদের কাছ থেকে অস্ত্রশস্ত্র কেনার প্ল্যানও ছিল তাদের।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

XS
SM
MD
LG