অ্যাকসেসিবিলিটি লিংক

হাইতির কর্মকর্তারা ঘুর্ণিঝড় আইয্যাকের আঘাতে সেই দেশটির ক্ষয়ক্ষতি নির্ণয় করছেন


হাইতির কর্মকর্তারা গ্রীষ্মকালীন সামুদ্রিক ঘুর্ণিঝড় আইয্যাকের আঘাতে সেই দেশটির ক্ষয়ক্ষতি নির্ণয় করছেন। ঘুর্ণিঝড়টি শনিবার ভোরের দিকে ভুমিকম্পে বিদ্ধস্ত ক্যারিবিয় দ্বীপদেশ হাইতিতে আঘাত হানে।

সেদেশের শত সহস্র অধিবাসী ২০১০ সালের জানুয়ারী মাসে ভুমিকম্পের পর থেকে এখনো তাবু এবং অস্থায়ী কাঠামোর নীচে বসবাস করছে। ত্রানকর্মীরা তাদের পরিস্থিতি সম্পর্কে আশংকা প্রকাশ করছেন।
ঝড়ের সময়ের প্রবল বৃষ্টিতে কাদার ধ্বস ও বন্যার আশংকাও কেউ কেউ করছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানায়, সামুদ্রিক ঝড়টি ঘন্টায় প্র্যা ২৩ কিলোমিটার বেগে উত্তরপশ্চিম দিকে সরে যাচ্ছে। সেটির সবচেয়ে উর্ধগতি লক্ষ্য করা গেছে ঘন্টায় ৯৭ কিলোমিটার।

ধারণা করা হচ্ছে, আইয্যাক ক্রমশঃ দক্ষিণ কিউবার দিকে অগ্রসর হচ্ছে আর সোমবারের ভেতরে সেটি হারিকেনের আকার নিয়ে ফ্লোরিডার সর্ব দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে।
XS
SM
MD
LG