অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাক-সিরিয়া অঞ্চলে দীর্ঘ মেয়াদি সমাধানের জন্য রাজনৈতিক আলোচনার প্রয়োজন: আলী রীয়াজ


ali riaz
ali riaz

আইসিসের একজন শীর্ষ স্থানীয় সন্ত্রাসী সদস্য, ব্রিটিশ নাগরিক মোহাম্মাদ এমওয়াজি, যে জিহাদি জন নামেও পরিচিত, তাকে যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ঐ অঞ্চলে আইসিস দমনের প্রভাব ও প্রতিক্রিয়া এবং লেবাননে আইসিসে বোমা বিস্ফোরণ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইলিনয় ইউনিভার্সিটির পলিটিক্স এন্ড গভর্ণমেন্ট বিভাগের প্রধান, অধ্যাপক আলী রীয়াজ কথা বলছিলেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের আনিস আহমেদের সঙ্গে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন আইসিসের একজন নেতা মোহাম্মদ এমওয়াজি যে কীনা জিহাদি জন হিসেবেও পরিচিত, তার হত্যা নিঃসন্দেহেই সামরিক দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ; কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আইসিস সমস্যার স্থায়ী সমাধান। তিনি বলেন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোট যে আক্রমণ অভিযান চালাচ্ছে, তাতে বিজয় আসতে পারে নিতান্ত সাময়িক। তিনি আইসিসের সঙ্গে আলোচনার কথা বলছেন না তবে সিরিয়ায় সকল পক্ষের মধ্যে আলোচনা এগিয়ে নিতে হবে; সেই সঙ্গে ইরাকেই বা কী কারণে আইসিস মাথা চাড়া দিয়ে উঠলো সেটাও বিশ্লেষণ করে দেখা দরকার বলে মনে করেন। বৈরুতে গত রাতে আইসিসের জোড়া বোমা বিস্ফোরণ, তাদের প্রভাব সম্প্রসারণের দিকেই ইঙ্গিত বহন করছে। কিন্তু কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কুটনৈতিক উপায়ে ঐ অঞ্চলের চলমান সমস্যার সমাধান হতে পারে।

XS
SM
MD
LG