অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেটের স্বঘোষিত রাজধনীতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান আক্রমণ হয়েছে


FILE - A man runs while pointing at a site hit by what activists said were airstrikes by forces loyal to Syria's President Bashar al-Assad in Raqqa, eastern Syria, which is controlled by the Islamic State, Nov. 27, 2014.
FILE - A man runs while pointing at a site hit by what activists said were airstrikes by forces loyal to Syria's President Bashar al-Assad in Raqqa, eastern Syria, which is controlled by the Islamic State, Nov. 27, 2014.

সিরিয়ার সক্রিয়কর্মীরা বলেছেন, রাকা শহরে এবং তার চতুর্দিকে ইসলামপন্থী ইসলামিক স্টেটের চরমপন্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান আক্রমণ চালানো হয়েছে। রাকা হচ্ছে জিহাদী ওই গ্রুপের স্বঘোষিত রাজধনী।

ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights রবিবার বলেছে গত রাতে রাকা এবং ১৭ ডিভিশন বিমান ঘাটিতে, ইসলামিক স্টেটের অবস্থানের উপর প্রায় ৩০ বার বিমান আক্রমণ চালানো হয়। এ বছরের গোড়ার দিকে চরমপন্থীরা সরকারি বাহিনীর কাছ থেকে ওই বিমান ঘাটি দখল করে।

Observatory’র পরিচালক রামি আব্দেল রহমান বলেছেন দীর্ঘদিন পর এত বিপুল সংখ্যক লক্ষ্যস্থলের উপর আঘাত লাগে।

হতাহতের সংখ্যা তাৎক্ষনিক জানা যায়নি।

শনিবার তুরস্ক বলেছে কুর্দীরা যে দাবি করেছে ইসলামিক স্টেটের চরমপন্থীরা সিরিয়ার সীমান্ত শহর কোবানীতে তুরস্ক থেকে হামলা চালিয়েছে, সেটা নিথ্যে কথা।

XS
SM
MD
LG