অ্যাকসেসিবিলিটি লিংক

পর্যবেক্ষক দল বলছে, দামেস্কের আশেপাশের ফিলিস্তিনী শরণার্থী শিবিরের বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে ইসলামিক জঙ্গীরা


একটি পর্যবেক্ষক দল বলছে, সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশের ফিলিস্তিনী শরণার্থী শিবিরের বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে ইসলামিক জঙ্গীরা।

The Syrian Observatory for Human Rights শনিবার বলেছে, ইসলামিক স্টেট জঙ্গী দল এবং আল-কাইদার সিরিয় শাখা আল-নুসরা ফ্রন্টের জঙ্গীরা ইয়ারমুক শরণার্থী শিবিরের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। এই দুই জঙ্গীদল যৌথভাবে অন্য ইসলামিক জঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছে, যার মধ্যে সিরিয় সরকারের বিরোধীতা করে এমন মিলিশিয়া ও ফিলিস্তিনীরাও রয়েছে।

জাতিসংঘ বলছে, ভুমিতে যুদ্ধ ছাড়াও সিরিয় বাহিনী শিবিরগুলোতে বোমা ফেলেছে। ঐ শিবিরের শিশুসহ প্রায় ১৮ হাজার সাধারণ মানুষ আটকা পড়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, যারা ঐ শিবিরগুলোতে আটকা পড়ে আছে, তারা নিরাপদ এলাকায় সরে যেতে চেষ্টা করছে।

কয়েকদিন আগে ইসলামিক স্টেট জঙ্গীরা ইয়ারমুক শিবিরের ওপর চড়াও হয়।

XS
SM
MD
LG