অ্যাকসেসিবিলিটি লিংক

জন কেরী সিরিয়া বিষয়ে বহুপাক্ষিক আলোচনার পরিকল্পনা করছেন


U.S. Secretary of State John Kerry (L) poses with a guitar, given as a present by Spanish Foreign Minister Jose Manuel Garcia-Margallo, during a meeting at the Foreign Ministry in Madrid, October 18, 2015.
U.S. Secretary of State John Kerry (L) poses with a guitar, given as a present by Spanish Foreign Minister Jose Manuel Garcia-Margallo, during a meeting at the Foreign Ministry in Madrid, October 18, 2015.

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার বলেছেন সিরিয়ায় রাজনৈতিক সমাধান আনার লক্ষ্যে প্রক্রিয়া পুনরায় শুরু করার বিকল্পগুলো নিয়ে আলোচনার জন্য, তিনি এ সপ্তাহে পরে রাশিয়া তুরস্ক সৌদী আরব এবং জর্ডানের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

স্পেইন সফরের সময় কেরী বলেন যে যুক্তরাষ্ট্র সিরিয়ার সম্পূর্ণ ধ্বংস এড়াতে চায়। তিনি বলেন তিনি আলোচনায় বসতে চান এই প্রত্যাশা নিয়ে যে সকল পক্ষ সব বিকল্প এবং কিভাবে অগ্রসর হতে হবে তা উপলব্ধি করে।

তিনি বলেন, “রাশান ও ইরানীরা সহ সকলেই বলেছেন কোন সনমরিক সমাধান নেই। তাই আমাদের একটা রাজনৈতিক সমাধান খুঁজে বার করতে হবে।”

XS
SM
MD
LG