অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা, আবাদী ইরাকে ইসলামী স্টেটের বিরুদ্ধে লড়াই বিষয় আলোচনা করলেন


U.S. President Barack Obama (R) meets with Iraqi Prime Minister Haider al-Abadi during the Group of Seven (G7) Summit in the Bavarian town of Kruen, Germany June 8, 2015.
U.S. President Barack Obama (R) meets with Iraqi Prime Minister Haider al-Abadi during the Group of Seven (G7) Summit in the Bavarian town of Kruen, Germany June 8, 2015.

ইসলামিক স্টেট চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন চরমপন্থীদের বিরুদ্ধে লড়বার জন্য যুক্তরাষ্ট্র ইরাকী সেনাদের সাহায্য বৃদ্ধি করবে। প্রেসিডেন্ট ওবামার আজ ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদীর সঙ্গে সাক্ষাৎ করছেন। জার্মানিতে অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনের বাইরে দুই নেতা সাক্ষাৎ করবেন।

ওবামা বলেন “আমরা সাফল্য দেখেছি কিন্তু আমরা পরাজয়ও দেখেছি।” তিনি বলেন ইসলামিক স্টেটকে ইরাক থেকে হঠিয়ে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হবে।

এই আলোচনার এক সপ্তাহেরও কম সময় আগে মি আবাদী যুক্তরাষ্ট্রের নেতৃত্তে কোয়ালিশনের সদস্যদের কাছ থেকে আরও সাহায্যের আবেদন জানান। কোয়ালিশন প্রায় এক বছর ধরে ইরাকী সামরিক বাহিনীকে সমর্থন দিচ্ছে এবং বিমান আক্রমণ চালিয়ে আসছে।

XS
SM
MD
LG