অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট এক বছর আগে খালিফাত ঘোষণা করেছে, আন্তর্জাতিক জবাবের মুখে তারা এখনও বলিষ্ঠ রয়েছে


Security forces and officials gather at a Shiite mosque after a deadly blast claimed by the Islamic State group that struck worshipers attending Friday prayers in Kuwait City, June 26, 2015.
Security forces and officials gather at a Shiite mosque after a deadly blast claimed by the Islamic State group that struck worshipers attending Friday prayers in Kuwait City, June 26, 2015.

ইসলামিক স্টেট গ্রুপটির প্রধান আবু বকর আল বাগদাদি, আজ সোমবার ঠিক এক বছর আগে, সিরিয়ার পুর্বাঞ্চল থেকে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলকে ইসলামিক খালিফাত ঘোষণা করেন। ওই অঞ্চল এখন পৃথিবীর সবচাইতে মারাত্মক একটা এলাকা এবং চরমপন্থীদের মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

এক বিবৃতিতে মুসলমানদের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। সুন্নি চরমপন্থী যারা জিম্মিদের শিরশ্ছেদ করেছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, ইরাকী ও সিরিয়ান সেনাদের বিরুদ্ধে লড়েছে, এবং বিদেশে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে এবং তাদের লক্ষাদর্শ অর্জনে হাজার হাজার বিদেশিকে আকৃষ্ট করেছে।

তারা সিরিয়ার গৃহ যুদ্ধের এবং ইরাকে রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নেয় এবং ওই অঞ্চলের প্রধান প্রধান শহরগুলো দখল করে যার মধ্যে অন্তর্ভুক্ত সিরিয়ার রাকা এবং ইরাকে মসুল, রামাদি ও ফালুজা।

XS
SM
MD
LG