অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের প্রেসিডেন্ট -লিবিয়ায় আন্তর্জাতিক পর্যায়ে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন


মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এস্ সিসি বলেছেন-লিবিয়ায় আন্তর্জাতিক পর্যায়ে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত একটা প্রস্তাব গ্রহন করা।

আজ মঙ্গলবার ফ্রান্সের য়ুরোপ ওয়ান রেডিওর সঙ্গে এক সাক্ষাত্কারে আব্দেল ফাত্তাহ এস্ সিসি এ কথা বলেছেন।লিবিয়ার পূর্বাঞ্চলবর্তী দার্ণা শহরের ওপর তাঁর সামরিক বাহিনীর বিমান হামলা চলার একদিন পরই তিনি এ মন্তব্য করলেন।মিশরের ২১ কপটিক ধর্মানূসারী খৃষ্টানের শিরশ্ছেদের পাল্টা জবাব দিতেই বিমান থেকে ঐ বোমা হামলা চালানো হয়।লিবিয়ার জনগন ও সরকারের সঙ্গে আমাদের যে চুক্তি এবং তারা যে আমাদেরকে কিছু করার জন্যে বলেছিলো , তার প্রেক্ষিতে,আমাদের কোনো গত্যন্তর নেই।লিবিয়ায় -একই সঙ্গে পাশাপাশি একাধিক সরকার এবং বিবদমান মিলিশিয়ারা , সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর যেভাবে ক্ষমতার জন্যে লড়ছে, এই যে উচ্ছৃঙ্খল-যাচ্ছেতাই সব কান্ডকারখানা চলছে, ঐ শিরশ্ছেদের ঘটনা তারই সর্ব সাম্প্রতিকতম একটা নমুনা।

XS
SM
MD
LG