অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন বসতী স্থাপনের ঘোষণা ইস্রায়েলের



ইস্রায়েল পশ্চিম তট এবং পূর্ব জেরুজালেমে ১৪’শ নতুন বসতী স্থাপনের কথা ঘোষণা করল যখন অন্তন্ত নাজুক শান্তিচুক্তির আলাপ আলোচনা হচ্ছে। এই ঘোষনা ফিলিস্তিনীদের জন্য নিঃসন্দেহে বিমোর্ষকর।

ইস্রায়েলী স্বরাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার একথা ঘোষণা করে যে পশ্চিম তটে ৮’ শ বাড়ী এবং পূর্ব জেরুজালেমে ৬’শ বাড়ী তৈরী করা হবে।
১৯৬৭ থেকে ঐ দুই অঞ্চলই ইস্রায়েলী সামরিক বাহিনীর দখলে রয়েছে।

ইস্রায়েল, ফিলিস্তিনী বন্দীদের মুক্তির পরিবর্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপ যে অনিবার্য তা ধরেই নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্বোগে শান্তি চুক্তির প্রচেষ্টার অংশ হিসাবে গতমাসে ইস্রেয়েল ২৬জন বন্দীকে মুক্তি দিয়েছে।
XS
SM
MD
LG