অ্যাকসেসিবিলিটি লিংক

নেতানিয়াহূ বলেছেন-আগামি দু’ থেকে তিন সপ্তাহের ভেতরে তিনি সরকার গঠনের চেষ্টা চালাতে চান


ইস্রাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহূ বলেছেন-আগামি দু’ থেকে তিন সপ্তাহের ভেতরে তিনি সরকার গঠনের চেষ্টা চালাতে চালাতে চান।এটা নিয়ে প্রধান মন্ত্রীর পদে, সংসদীয় নির্বাচনে রক্ষণশীল লিকুদ পার্টীর বিজয়ের পর, তাঁর হবে চতুর্থ অধিষ্ঠান।

এখন প্রায় সব ব্যালটের গণনাই শেষ হয়েছে এবং দেখা যাচ্ছে লিকুদ পেয়েছে ৩০ আসন-তাদের নিকটতম প্রতিদ্বন্দী যায়োনপন্থী য়ুনিয়ন পেলো ২৪ আসন।

বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে দেওয়া বয়ানে বলা হয়- ইতিমধ্যেই তিনি জোটবন্ধনের হাত বাড়াতে শুরু করেছেন ছোটো ছোটো দলগুলোর পানে যাতে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা যায়।এই ছোটো দলগুলোর ভেতর উল্লেখযোগ্য একটি হলো মধ্যপন্থী কুলানু পার্টি- মঙ্গলবারের ভোটে এঁরা পেয়েছেন দশটি আসন। আরবদের নেতৃত্বাধীণ পার্টিগুলোর একটি জোট – নাম যার জয়েন্ লিস্ট, তারা এবার ইতিহাস সৃষ্টি করেছে ১৪টি আসন পেয়ে।

ইতিমধ্যে,যায়োনপন্থী য়ুনিয়ন দলের নেতা আইয্যাক হার্যক নির্বাচনে পরাজয় স্বীকার করে টেলিফোন করেছেন এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে মোবারকবাদ জানিয়েছেন।

XS
SM
MD
LG