অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, জেরুজালেমের পবিত্র স্থানে ভিডিও ক্যামেরা বসানোটা ইসরায়েলের স্বার্থের জন্যই


រទេះ​មហាជ័យ​ ត្រូវ​បាន​គេ​អូស​នៅ​ក្នុង​ក្បួន​ដង្ហែ​សព​អតីត​ព្រះ​មហាក្សត្រ​ថៃ Bhumibol Adulyadej មុន​ពេល​ពិធី​បូជា​មក​ដល់​ នៅ​ខាង​មុខ​រាជវាំង​ ក្នុង​ទីក្រុង​បាងកក។
រទេះ​មហាជ័យ​ ត្រូវ​បាន​គេ​អូស​នៅ​ក្នុង​ក្បួន​ដង្ហែ​សព​អតីត​ព្រះ​មហាក្សត្រ​ថៃ Bhumibol Adulyadej មុន​ពេល​ពិធី​បូជា​មក​ដល់​ នៅ​ខាង​មុខ​រាជវាំង​ ក្នុង​ទីក្រុង​បាងកក។

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু রবিবার বলেছেন, জেরুজালেমের পবিত্র স্থান যেখানে আল আখসা মসজিদ অবস্থিত এবং যে এলাকা ইহুদীদের কাছে টেম্পেল মাউন্ট বলে পরিচিত, সেখানে নজরদারী ভিডিও ক্যামেরা বসানোটা ইসরায়েলের স্বার্থের জন্যই।

তিনি মন্ত্রী পরিষদকে এক বৈঠকে বলেন ওই পদক্ষেপ নিলে, যে দাবী করা হয় যে, যে নিয়মবিধির অধীনে সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারেন কিন্তু ইহুদীরা প্রার্থনা করতে পারেননা, ইসরায়েল তা পরিবর্তন করতে চাইছে সেই দাবী খারিজ করা যাবে, এবং কোথা থেকে প্রকৃত উষ্কানি দেওয়া হচ্ছে তা দেখানো যাবে।

নিয়মবিধি পরিবর্তনের আশংকায় উত্তেজনা সেখানে বেড়েছে এবং গত কয়েক সপ্তাহে সহিংসতায় ১০জন ইসরায়েলী এবং ৫০জন ফিলিস্তিনী নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী শনিবার বলেছেন যে সহিংসতা হ্রাসে সাহায্য করার লক্ষ্যে, ইসরায়েল এবং জর্ডান, ভিডিও পর্যবেক্ষণ সহ, কয়েকটি পদক্ষেপের বিষয়ে একমত হয়েছে।

XS
SM
MD
LG