অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর শান্তি আলোচনার উদ্দোগ


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন বৃহ্ষ্পতিবার জর্দানের বাদশা আবদুল্লাহ এবং ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সংগে বৈঠকের পর তার মধ্যপ্রাচ্য সফর শেষ করতে যাচ্ছেন। তিনি বলেন ‘যুক্তরাষ্ট্র এবং আমরা সবাই প্রেসিডেন্ট ওবামার নেতৃত্বে সরাসরি শান্তি আলোচনার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ এবং দৃঢ়প্রতিঞ্জ, যাতে এর ফলে একটি স্বাধীন, সার্ব্বভৌম, স্থায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে, যা হবে ফিলিস্তিনী জনগনের আশা আকাংখার বাস্তবায়ন।’

পশ্চিম তটে মি আব্বাসের সংগে মুখোমুখি আলোচনার পর বাদশার সংগে ঘরোয়া আলোচনা ও মধ্যাহ্নভোজের জন্যে জর্দান গিয়েছেন।

ফিলিস্তিনী মুখপাত্র নাবিল আবু রুদেইনা এই আলোচনাকে গুরুত্বপুর্ন বলে অভিহিত করেছেন এবং বলেছেন আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারন পরিষদের সময় পর্যন্ত আলোচনা চলতে থাকবে।

মি আব্বাস ও ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহুর মধ্যে দুদিন ধরে সরাসরি শান্তি আলোচনার পর আজকের এই বৈঠক অনুষ্ঠিত হলো। কোন পক্ষই বিরাট কোন অগ্রগতির কথা জানায়নি। তবে যুক্তরাষ্ট্রের মধ্য প্রাচ্য দূত জর্জ মিচেল এই আলোচনাকে গুরুত্বপুর্ন, এবং বাস্তবসম্মত বলে বর্ননা করেছেন এবং বলেছেন অন্যতম বিতর্কিত ইস্যু ইসরায়েলী বসতি স্থাপন নিয়ে কিছু অগ্রগতি হয়েছে।

XS
SM
MD
LG