অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রাইল আরো ২৬ ফিলিস্তিনী কারাবন্দীকে মুক্ত করেছে


ইস্রাইল আরো ২৬ ফিলিস্তিনী কারাবন্দীকে মুক্ত করেছে । ইস্রাইলের অসামরিক লোকজনের ওপর প্রাণঘাতি হামলা চালানোর দায়ে এঁদেরকে জেলে পোরা হয়েছিলো । দু’পক্ষের মধ্যে শান্তি সংলাপ নতুন উদ্যমে শুরূ করানোর লক্ষে সম্পাদিত চুক্তির আওতায় গৃহিত সর্ব সাম্প্রতিক উদ্যোগে এঁদের মুক্তি দেওয়া হলো ।
পশ্চিম তট ও গাজায় সদ্য মুক্ত ঐ ২৬জনকে হর্ষধ্বনী করে-ঝান্ডা দুলিয়ে বীরোচিত সম্মানে স্বাগত: জানানো হয় ।
ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও অন্যান্য কর্মকর্তা সদ্য মুক্ত ঐ বন্দীদের কয়েকজনকে স্বাগত, জানান রামাল্লায় । মাহমূদ আব্বাস বলেন – সকল বন্দী মুক্ত না হওয়া পর্যন্ত ইস্রাইলের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি আমরা সই করবো না ।
ভয়েস অফ এ্যামেরিকার সংবাদদাতা স্কট বাব কয়েক বন্দীর সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির বিবরণ সম্বলিত তাঁর রিপোর্টে জানান – ক্ষতিগ্রস্ত কিছু সংখ্যক নগরবাসি ইস্রাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ।
XS
SM
MD
LG