অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল গাজায় আক্রমণ অভিযান আরও জোরদার করবে : নেতেনইয়াহু


হামাস জঙ্গিরা অস্ত্র বিরতির একটি প্রস্তাব নাকচ করে দিয়ে ইসরাইলে রকেট নিক্ষেপ অব্যাহত রাখার পর ইসরাইলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু বলছেন যে তার সামরিক বাহিনী গাজায় আক্রমণ অভিযান আরও জোরদার করবে।

মঙ্গলবার মি নেতেনইয়াহু বলেন যে তিনি কুটনৈতিক ভাবে এই সমস্যার সমাধান করতেই পছন্দ করতেন কিন্তু হামাসের কর্মকান্ডে তাঁর কথায় , হামাসের বিরুদ্ধে অভিযান বিস্তৃতি ও জোরালো করা ছাড়া তাঁর সামনে আর কোন বিকল্প নেই।

মঙ্গলবার মিশরের অস্ত্রবিরতির প্রস্তাবে রাজি হয়ে ইসরাইলী সামরিক বাহিনী ছয় ঘন্টার জন্যে গোলাগুলি বন্ধ রেখেছিল । তবে ইসরাইল বলছে যে গাজার জঙ্গিরা হামাস নিয়ন্ত্রিতত অঞ্চল থেকে ইসরাইলে ৫০ টির মতো রকেট নিক্ষেপ করার পর তারা তাদের বিমান হামলা আবারও শুরু করেছে।

গাজার সঙ্গে সীমান্ত এলাকা এরেজ এ একজন ইসরাইলী রকেটের আঘাতে নিহত হয়।গত সপ্তায় এই আক্রমণ অভিযান শুরু হবার পর থেকে এটি ছিল ইসরাইলী পক্ষে হতাহতের প্রথম ঘটনা।ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন যে এই সংঘর্ষে ১৯৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

XS
SM
MD
LG