অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেটকে মুকাবিলা করতে আন্তর্জাতিক কোয়ালিশন হচ্ছে


ইরাকে জঙ্গীদের ওপর আমেরিকা গত মাসে বিমান হামলা শুরু করার পর প্রথমবারের মতো সরকারি কর্মকর্তারা ঐ সেনা অভিযানকে যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। ওদিকে ইসলামিক স্টেটকে মুকাবিলা করতে একটি আন্তর্জাতিক কোয়ালিশন গঠিত হচ্ছে। ওয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট এক বিবৃতিতে বলেন, ইরাক এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে পদক্ষেপ আল কাঈদার বিরুদ্ধে অভিযানের মতোই একটি যুদ্ধ। আমেরিকার পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর একই রকম বিবৃতি দিয়েছে। ওদিকে তুরষ্ক সফরকালে পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে কোয়ালিশনে বিভিন্ন ধরণের সাহায্য দিতে প্রায় চল্লিশটি দেশ প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি সিরিয়ার গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অতিরিক্ত প্রায় ৫০ কোটি ডলার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। জন কে্রি তুরষ্কে এই ঘোষণা দেন। সেখানে তিনি সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেট জঙ্গীদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। প্রতিবেশি রাষ্ট্রগুলোতে তিরিশ লক্ষের ওপরে যে সিরিয় শরনার্থী আশ্রয় নিয়েছে তাদের সাহায্যের জন্য মোট অর্থের পঁচিশ কোটি ডলার দেওয়া হবে। সিরিয়ার অভ্যন্তরে যারা বাস্তুচ্যুত হয়েছে, তাদেরকে বাকি অর্থ প্রদান করা হবে। জাতিসংঘ জানিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে প্রায় অর্ধেক জনগোষ্ঠি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ।

XS
SM
MD
LG