অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা ভূখন্ডে ইস্রায়েলী আক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১শ’তে


ফিলিস্তিনী কর্মকর্তারা বলছেন গাজা ভূখন্ডে ইস্রায়েলী আক্রমণে মহিলা এবং শিশুসহ মৃতের সংখ্যা দাঁড়িয়ে ১শ’তে।

শুক্রবার ইস্রায়েল চতুর্থ দিনের মতো গাজা ভূখন্ডে আক্রমণ অভিযান চালাচ্ছে আর ওদিকে ফিলিস্তিনী জঙ্গীরা ইস্রায়েলের ভেতরে রকেট ছোঁড়া অব্যাহত রেখেছে।

সাম্প্রতিক লড়াইএ গাজার জংগীরা ইস্রায়েলে প্রায় সাড়ে পাঁচ শ’টি রকেট ছুঁড়েছে তবে এপর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নী।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শুক্রবার দিনের শুরুতে গাজা ভুখন্ডে একটি বাড়ীতে ইস্রায়েলী আক্রমণে অন্তত ৩ জনের প্রাণহানী ঘটেছে।

শুক্রবার, ইস্রায়েলী কর্মকর্তারা বলেন, লেবাননের দক্ষিনাঞ্চল থেকে ইস্রায়েলের উত্তরাঞ্চলে একটি রকেট ছোঁড়া হয়। তবে ঐ ঘটনায় কেউ হতাহত হয়নী। তাতক্ষনিক ভাবে জানা যায়নী কে বা কারা ঐ রকেটটি ছুঁড়েছে। ইস্রায়েল বলছে যে তারা ঐ রকেটিকে ধ্বংস করেছে।

শুক্রবার, ইস্রায়েলের দক্ষিণাঞ্চলের আশদোদ শহরের একটি গ্যাস ষ্টেশনে গাজা ভূখন্ড থেকে ছোঁড়া একটি রকেট গিয়ে আঘাত হানলে আগুন ছড়িয়ে পরে। ১জন আগুনে আহত হয়েছেন।

XS
SM
MD
LG