অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মধ্য ইতালি পুননির্মান করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর


ইতালিতে ৩৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর, দেশটির প্রধানমন্ত্রী Matteo Renzi মধ্য ইতালির অংশগুলো পুনর্নির্মাণ করার অঙ্গীকার করেন।

তিনি বলেন, "আমরা সব ঘর, গীর্জা ও দোকান পুনর্নির্মাণ করবো। আমরা এমন একটি সুন্দর অঞ্চলের বিষয়ে কথা বলছি, যা আমাদের প্রথাগত পরিচয়ের মৌলিক ভিত্তি।"

এদিকে, সোমবার নরসিয়ার শহর কেন্দ্রে ভূমিকম্পের দরুন যে ক্ষয় ক্ষতি হয়, ইটালীর কর্তৃপক্ষ তা মূল্যায়ন করা অব্যাহত রেখেছে। এর একদিন আগে শহরটি ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে।

তবে রবিবারের ভূমিকম্পে কেউ মারা যাননি। ২০ জন সামান্য আঘাত পেয়েছেন, এমন খবর পাওয়া গেছে। যদিও রবিবারের ভূমিকম্পটি গত ২৪ অগাস্টের ভূমিকম্পের চাইতে তীব্র ছিল। অগাস্টের ভূমিকম্পে ৩০০ মানুষ প্রাণ হারান।

XS
SM
MD
LG