অ্যাকসেসিবিলিটি লিংক

ইটালির উপকূলরক্ষীরা সাগর থেকে দু হাজার অভিবাসনকামী মানুষকে উদ্ধার করেছে।


মঙ্গলবার ইটালির উপকুল রক্ষীরা জানিয়েছে যে তারা গত দু দিনে লিবিয়ার অদূরবর্তী সাগর থেকে ২০০০ অভিবাসনকামী মানুষকে উদ্ধার করেছে। জনবহুল সেই সব নৌকা থেকে নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করতে ২৫ বার পৃথক অভিযান চালাতে হয়েছে।

ইটালির কর্তৃপক্ষ বলছে যে কোন রকম হতাহতের ঘটনা ঘটেনি এবং দেশত্যাগি এই সব মানুষকে সিসিলিতে নিয়ে যাওয়া হয়েছে।

অস্ট্রিয়া বলছে যে ইটালির সঙ্গে তার সীমান্তে আরও কঠোর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার কথা সে ভাবছে কারণ এ রকম আশঙ্কা দেশটির রয়েছে যে নতুন করে আবারও অভিবাসন প্রত্যাশি মানুষের ঢল নামতে পারে। সীমান্ত পারাপারের অনেকগুলো জায়গায় পাহারা বাড়ানোর পাশাপাশি শ্রমিকরা এখন অ্যাল্পস পর্বতের ব্রেনার পাস ‘এ নতুন সীমান্ত তল্লাশি চৌকি বসাচ্ছে । এই পার্বত্য পথ অস্ট্রিয়া ও ইটালিকে সংযুক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে যে তারা এ ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। ইউ ‘র মুখপাত্রী নাতাশা বার্ট্রড বলেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের ব্যাপারটা গুরুতর ভাবে নিতে হবে কারণ ব্রেনার পাস হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ভেতর অবাধ চলাফেরার পথ ।

XS
SM
MD
LG