অ্যাকসেসিবিলিটি লিংক

আইভরি কোষ্ট সরকারের এক মন্ত্রী, বিদায়ী প্রেসিডেন্ট লরা বাগবোর সমর্থকদের কাছে আবেদন করছেন তারা যেন আবিজা হোটেলটি দখল করে নেয়


লাইবেরিয়াতে আভিবাসন কর্মকর্তারা আইভোরি কোস্টের শরনার্থীদের তালিকাভুক্ত করছেন।
লাইবেরিয়াতে আভিবাসন কর্মকর্তারা আইভোরি কোস্টের শরনার্থীদের তালিকাভুক্ত করছেন।

আইভরি কোষ্ট সরকারের একজন মন্ত্রী, বিদায়ী প্রেসিডেন্ট লরা বাগবোর সমর্থকদের কাছে আবেদন করছেন তারা যেন আবিজা হোটেলটি দখল করে নেয়। এই হোটেলেই প্রেসিডেন্ট বাগবোর প্রতিদ্বন্দ্বী এ্যালাসানে ওয়াতারা আছেন এবং জাতিসংঘের সুরক্ষায় সেখানে তিনি তার সদর দফতর স্থাপন করেছেন।

যুব মন্ত্রী চার্লস ব্লি গোডে আজ আইভরি কোস্টের একটি সংবাদপত্রকে বলেন, হোটেল ত্যাগ করার জন্যে মি ওয়াতারার ১ লা জানুয়ারী পর্যন্ত সময় রয়েছে। এই হোটেলে থেকেই মি ওয়াতারা একটি সরকার গঠনের জন্যে আর্ন্তজাতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

যুব মন্ত্রী “ইয়ং পেট্রিয়টস” নামে একটি উগ্রবাদী দলেরও নেতৃত্ব দেন, অস্ত্র থাক বা না থাক তিনি হোটেলের ওপর চড়াও হওয়ার জন্যে এদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই হোটেলটি সুরক্ষা করে ওয়াতারার প্রতি অনুগত বিদ্রোহী যোদ্ধার একটি ছোট দল, এবং জাতিসংঘের প্রায় ৮০০ শান্তিরক্ষী সেনা।

মি ওয়াতারা এবং মি বাগবো , দুজনেই বলছেন তারা ২৮ শে নভেমবর ফিরতি প্রেসিডেন্ট নির্বা্চনে জয়ী হয়েছেন। জাতিসংঘ এবং আর্ন্তজাতিক সমাজ মি ওয়াতারাকে দেশের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

XS
SM
MD
LG