অ্যাকসেসিবিলিটি লিংক

আইভরি কোস্টে প্রচন্ড লড়াই চলছে


আবিজানে অজ্ঞাতপরিচয়ের সেনারা
আবিজানে অজ্ঞাতপরিচয়ের সেনারা

আইভরি কোস্টের ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরাঁ বাগবোর বাসভবনের চারিদিকে তুমুল লড়াই চলছে। সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার অনুগত বাহিনী দেশের সামরিক শাসককে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে।

মিঃ বাগবো তার বাড়িতে আছেন কি না তা জানা যায়নি। প্যারিসে তার এক উপদেষ্টা আলেঁ তুসেঁ আজ বলেন যে, মিঃ বাগবোর ক্ষমতা ত্যাগের কোন ইচ্ছা নেই।

ওদিকে মিঃ ওয়াত্তারা সকল সরকারি সৈন্যকে তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি ফরাসী ভাষায় বলেন, সামরিক বাহিনীর সদস্য যারা এখনও দোটানায় রয়েছে, তারা জেনারেল, অফিসার বা সৈনিক যেই হোন না কেন – তারা দেশের জন্য এগিয়ে আসুন এবং বৈধ ব্যবস্থায় অংশ গ্রহণ করুন।

আজ আবিজানে গোলাগুলী ও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় । আফ্রিকান ইউনিয়ন এক বিবৃতিতে মিঃ বাগবোর প্রতি অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ।

XS
SM
MD
LG