অ্যাকসেসিবিলিটি লিংক

ধারণা করা হচ্ছে আমেরিকান সাংবাদিক জেমস ফলিকে হত্যা করেছে এক বৃটিশ নাগরিক


বৃটেন জানিয়েছে ইসলামিক ষ্টেটের যে যোদ্ধা আমেরিকান সাংবাদিক জেমস ফলিকে হত্যা করেছে তাকে সনাক্ত করার প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন তারা। তারা ধারণা করছেন ঐ যোদ্ধা একজন বৃটিশ নাগরিক।

রবিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত পিটার ওয়েষ্টম্যাকট সিএনএন টিভিতে বলেন ঐ লোকটিকে শনাক্ত করতে বৃটেন অত্যাধিুনিক প্রযুক্তি ব্যাবহার করছে যার মাধ্যমে তার গলার শব্দ শনাক্ত করে ভিডিওতে যেভাবে দেখানে ফলির পাশে থাকা মাথায় কাপড় দিয়ে ঢেকে থাকা মানুষটিকে চিনতে পারা সক্ষম হবে।

সানডে টাইমস সংবাদপত্রে বলা হয়েছে বৃটিশ গোয়েন্দা সংস্থা তাকে শনাক্ত করতে পেরেছে কিন্তু বিভিন্ন কারণে তা প্রকাশ করা হচ্ছে না।

ভিডিওতে দেখা যায় ঐ ইসলামিক ষ্টেট যোদ্ধা লন্ডনের এ্যকসেন্টে ইংরেজীতে কথা বলছে। অবিলম্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে বিমান হামলা বন্ধ না করলে, ঐ জিহাদিষ্ট দ্বিতীয় আপর আমেরিকান সাংবাদিক ষ্টিভেন সটলফকে হত্যার হুমকী দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যহত রয়েছে।

XS
SM
MD
LG