অ্যাকসেসিবিলিটি লিংক

পার্ল হারবার সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী


জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার বলেন, তিনি ২৬ ও ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটি পার্ল হারবার সফর করবেন। জাপান ১৯৪১ সালে ঐ নৌ ঘাঁটিতে আক্রমন চালানোর পর এই প্রথম কোন জাপানী নেতা সেখানে সফরে যাবেন। ঐ চোরাগোপ্তা হামলার পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল।

পার্ল হারবার আক্রমনের ৭৫ তম বার্ষিকীর দুই দিন আগে শিনজো আবে তাঁর সফরের কথা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তিনি ঐ নৌ ঘাঁটি সফর করবেন এবং যুদ্ধে নিহতদের জন্য প্রার্থনা করবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, যিনি আগামী মাসে ক্ষমতা ছাড়বেন, তাঁর সঙ্গে শিনজো আবে’র চূড়ান্ত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

XS
SM
MD
LG