অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের পারমানবিক স্থাপনার তেজস্ক্রিয় দূষিত পানি সমুদ্রে ফেলা হচ্ছে


জাপানের পারমানবিক স্থাপনার তেজস্ক্রিয় দূষিত পানি সমুদ্রে ফেলা হচ্ছে
জাপানের পারমানবিক স্থাপনার তেজস্ক্রিয় দূষিত পানি সমুদ্রে ফেলা হচ্ছে

জাপানের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ স্থাপনার পরিচালকরা বলছেন যে তারা ১০ হাজার টনের চেয়ে ও বেশি পরিমাণে দূষিত পানি , মহাসাগরে ছেড়ে দিচ্ছে যাতে করে তাদের জলাধারে আরো বেশি তেজস্ক্রিয় পানি সংরক্ষণ করা যায়। মন্ত্রী পরিষদের মূখ্য সচিব ইউকিও এদানো আজ দিনে আরও আগের দিকে এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা ঘোষণা করে বলেন নিরাপত্তার নিশ্চয়তার জন্যে এই পরিকল্পনা , তাঁর কথায় অনিবার্য। তিনি বলেন মূলত ফুকুশিমা স্থাপনার দু নম্বর চুল্লি থেকে ছেড়ে দেওয়া এই পানি জলাধারে পাঠানো পানির চেয়ে অনেক কম তেজস্ক্রিয়।

মি ইদানো , শাক সব্জি বিক্রির ব্যাপারে সরকারের নিষেধাজ্ঞা বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলছেন যে সরকার চিবা প্রিফেক্টার বা প্রশাসনিক অঞ্চলের বেশ কিছু স্থান থেকে , তরিতরকারী বেচা কেনা বন্ধ করে দেবে। এই জায়গাটি ফুকুশিমার ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ।

XS
SM
MD
LG