অ্যাকসেসিবিলিটি লিংক

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি স্থিতাবস্থায় চলে আসছে - জাপানের প্রধানমন্ত্রী


ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি স্থিতাবস্থায় চলে আসছে - জাপানের প্রধানমন্ত্রী
ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি স্থিতাবস্থায় চলে আসছে - জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বলেছেন, অচল ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের পরিস্থিতি ক্রমশ: স্থিতাবস্থায় চলে আসছে । দেশব্যাপি টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর ভাষণের কয়েক ঘণ্টা আগেই সরকারের পক্ষ থেকে এই মাত্রা সাত পয়েন্টে বাড়ানো হয় । ফুকুশিমার এই সংকট সাত মাত্রায় চিহ্নিত করা হলো। পারমাণবিক বিদ্যুত কেন্দ্র বিপর্যয়ের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার। এর আগে এই সাত মাত্রার পারমাণবিক সংকট হয়েছিলো ১৯৮৬ সালে চেরনোবিলে । জাপানের পারমাণবিক ও শিল্প নিরাপত্তা সংস্থার কর্মকর্তা হিদেহিকো নিশিয়ামা বলেন – মাত্রা একই হলেও এ দুয়ের তীব্রতার মাপে কিন্তু পার্থক্য রয়েছে । ইতিমধ্যে মূল কম্পনের পরবর্তী কড়া মাত্রার ঝটকা-কম্পন লাগাতার হতে থাকায় ফুকুশিমা কেন্দ্রে মেরামতের কাজ ব্যাহত হচ্ছে ।

XS
SM
MD
LG