অ্যাকসেসিবিলিটি লিংক

আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান।


জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুমামোতো শহরের কাছে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার ১ দিন পরেই আবারো ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামোতো শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলের মাত্র ১২০ কিলোমিটার দূরে রয়েছে কিয়েশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য এক হাজার ছয়শ সেনা সদস্য, দুই হাজার পুলিশ কর্মকর্তা ও তেরশ অগ্নি নির্বাপক কর্মী কাজ করে যাচ্ছে।

সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, কুমামতো অঞ্চলের প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে স্থান দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG