অ্যাকসেসিবিলিটি লিংক

ভুমিকম্প  এবং সুনামী জলোচ্ছ্বাস আঘাত হেনেছে জাপানের উত্তরপুর্ব উপকূল বরাবর


সাত দশমিক চার মাত্রার ভুমিকম্প এবং ক্ষুদ্রাকৃতির এক সুনামী জলোচ্ছ্বাস আজ মঙ্গলবার ভোরে আঘাত হেনেছে জাপানের উত্তরপুর্ব উপকূল বরাবর। এ উপকূল এলাকাতেই গড়ে তোলা হয়েছে জাপানের ফুকুশীমা পারমানবিক বিদ্যুত কেন্দ্রের চারধারে সাগর প্রাচীর- ওখানটাতেই এক সময় ঘটেছিলো ইতিহাসের বিপর্য্যয়কর এক পারমানবিক দূর্ঘটনা।

ভুমিকম্প আঘাত হানে কাকভোরে- ফুকুশীমা প্রশাসনিক এলাকার দশ কিলোমিটার এলাকার ভেতরবাগ অব্দি- জানিয়েছে জাপানের মেট্রোলজিকাল এজেন্সী।প্রশান্ত মহাসাগরীয় সূনামী সতর্ক কেন্দ্র থেকে বলা হয়েছে, সূনামী স্রোতচ্ছ্বাসের প্রথম তোড়ের আকৃতি ছিলো ৯০ সেন্টিমিটার এবং তার পরই তা থিতিয়ে যেতে শুরু করে। ভুমিকম্পের ঘন্টা দেড়েক পর এক দশমিক চার মিটার উঁচু প্লাবনসম জলোচ্ছ্বাসও দেখা দেয়।

সুনামীর ধাক্কায় কোনো কোনো এলাকায় নদ নদীর পানি ফুলে ফেঁপে ওঠে- এমোন সব দৃশ্য জাপানের টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে। কোথাও কোথাও- বিশেষ করে হিগাশী-মাতসূশীমা বন্দর এলাকায় মাছধরা নৌযানগুলো উল্টে পড়তে দেখা গিয়েছে।

XS
SM
MD
LG