অ্যাকসেসিবিলিটি লিংক

জেব বুশ আনুষ্ঠানিক ভাবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন


Former Florida Gov. Jeb Bush waves as he takes the stage as he formally announced he is joining the race for president with a speech, June 15, 2015, at Miami Dade College in Miami.
Former Florida Gov. Jeb Bush waves as he takes the stage as he formally announced he is joining the race for president with a speech, June 15, 2015, at Miami Dade College in Miami.

ফ্লরিডার সাবেক গভর্নর এবং যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের ছেলে ও ভাই, জেব বুশ, আনুষ্ঠানিক ভাবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন। রিপাবলিকান দলের তিনি হলেন একাদশ মনোনয়ন প্রার্থী। আগামী সপ্তাহগুলোতে আরও প্রার্থীর এই প্রতিদ্বন্দিতায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

রিপাবলিকান দলের প্রার্থীদের মধ্যে রক্ষণশীলদের সংখ্যা বেশি। ওই দলের রক্ষণশীল ভোটারদের তারা আকৃষ্ট করেন। কিন্তু জেব বুশ এক নির্বাচনি প্রচার অভিযানের ভিডিওতে, নিজেকে শুধু রক্ষণশীল নয়, অন্যান্য সকল ভোটারদের আকৃষ্ট করার যোগ্যতার কথা বলেন। তিনি ভিডিওতে বলেন “আমার মূল বিশ্বাসের ভিত্তি হচ্ছে আমাদের সমাজে সবচাইতে যারা ঝুঁকির সম্মুখীন, তাদের লাইনের সামনে দাড়াতে হবে পেছনে নয়।” ভিডিওতে নারী, সংখ্যালঘু ও এক বিকলাঙ্গ শিশুকে দেখানো হয়। তিনি বলেন “আমাদের যা প্রয়োজন তা হচ্ছে নতুন নেতৃত্ব যারা রক্ষণশীল নীতিমালা নিয়ে তা কার্যকর করবে যাতে সকলেই উঠতে পারে।”

সোমবার মায়ামিতে তার বাড়ির কাছে এক ভাষণে তিনি তার প্রার্থীত্বের কথা ঘোষণা করেন।

XS
SM
MD
LG