অ্যাকসেসিবিলিটি লিংক

এ্যাটর্নী জেনারেল জেফ সেশন তদন্তের মুখোমুখি হতে পারেন


নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তার বিষয়টির সঙ্গে সম্পৃক্ততার কারনে এ্যাটর্নী জেনারেল জেফ সেশনকে হয় কড়া তদন্তের মুখোমুখি হতে হবে নয়তো পদত্যাগ করতে হবে; কংগ্রেসে ডেমোক্রট নেতারা একথা বলছেন।

গত বছর সেশন রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন একথা জানাজানি হবার পর এই আলোচনা শুরু হয়।

সেনেটর থাকালীন সময়ে জেফ সেশন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী উপদেষ্টা হিসাবে কাজ করেন। বিচার বিভাগের প্রধান হিসাবে মনোনীত হবার পর জানুয়ারীতে সেশনের শুনানীর সময় তাকে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্প প্রচারণার সঙ্গে রাশিয়ার সম্পৃক্তার প্রমান কারো বিরুদ্ধে মিললে তিনি কি করবেন।

সেশন বলেন, “প্রচারণার সময় আমাকে দু একবার প্রতিনিধি বলা হয়েছে; তবে আমার সঙ্গে রাশিয়ার যোগাযোগ ছিল না এবং এ ব্যাপারে আমি মন্তব্য করতে অপারগ”।

সেশন রাশিয়ার রাষ্ট্রদূত সেরগেই কিসলিয়াকের সঙ্গে জুলাই মাসে রিপাবলিকান জাতীয় সম্মেলনে সাক্ষাৎ করেন। আরেকবার সাক্ষাৎ করেন সেপ্টেম্বরে ক্যাপিটল হিলে তার অফিসে।

XS
SM
MD
LG