অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরীর তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হয়েছে


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ইস্রাইল ও ফিলিস্তিনী ভূখন্ডে তাঁর তিনদিনব্যাপি সফরের সমাপনী টেনেছেন । এ সফরকালে তিনি মধ্যপ্রাচ্যে শেষাবধি শান্তি চুক্তি হবে যে সে বাবদে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ইরানের পারমানবিক অস্ত্র সমৃদ্ধ হওয়ার ব্যাপারে এ্যামেরিকার আপত্তির কথা জোরের সঙ্গে উল্লেখ করেছেন ।
কেরী , ইস্রাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহূর সঙ্গে দু’ঘন্টা স্থায়ি কথোকথনের মধ্যে দিয়ে সফরে সমাপ্তি টেনেছেন । আলোচনায় – দু’জনই থমকে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনাকে আবার সচল করার ব্যপারে তাঁদের দায়বদ্ধতার কথা ব্যক্ত করেন । কেরী , ঐ থমকে থাকা শান্তি প্রক্রিয়ায় আবার গতিময়তা আনার লক্ষে ক’দিন জোর চেষ্টা চালান । বলেন – অর্থনৈতিক উদ্যোগ প্রয়াসই একমাত্র সমাধান নয় । অর্থনীতিকে রাজনৈতিক পথচলার সঙ্গি হতে হবে – রাজনৈতিক পথচলাই হতে হবে প্রথম এবং সর্বাগ্রগন্য ।
২ হাজার ১০ সালের সেপ্টেম্বরের স্বল্পকালিন কিছু কথাবার্তার পর ইস্রাইল ও ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমূদ আব্বাসের ফিলিস্তিনী কতৃপক্ষের মধ্যে শান্তি নিয়ে আর কোনো আলোচনাই হয় নি ।
XS
SM
MD
LG