অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকায় সংঘাত নিরসণে আফ্রিকান দেশসমূহের প্রয়াসের প্রশংসা জন কেরীর


যুক্তরাস্ট্রের পররাস্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন যুক্তরাস্ট্র, আফ্রিকা অঞ্চলে চলমান ভয়াবহ সংঘাত নিরসণে আফ্রিকান দেশসমূহের প্রয়াসের সমর্থণ করে।

আফ্রিকা সফরের অংশ হিসাবে বৃহস্পুতিবার আদ্দিস আবাবায় জন কেরী বলেন, প্রবল সংঘাতের কারণে বহু আফ্রিকান রাষ্ট্রসমূহ ক্ষতির সম্মুখীন।

“তিনি বলেন, এটি পরিস্কার যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের চরম সংঘাতে দক্ষিন সুদানে উভয় পক্ষেই সাধারন মানুষ মরছে, দুই পক্ষকেই এটা বুঝে সমঝোতায় আসতে হবে”।

এর আগে জন কেরী ইথিওপিয়া, উগান্ডা ও কেনিয়ার পররাস্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠককালে সংঘাত নিরসনের নানা উপায় নিয়ে কথা বলেন। সংঘাত সহিংসতা বন্ধ না হলে যুক্তরাস্ট্র ওইসব দেশের ওপর ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির হুসমকী দিয়েছে। জন কেরী সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেইখ মাহমুদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া তাঁর সফরের মধ্যে আরো রয়েছে শনিবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট জোসেপ কাবিলার সঙ্গে বৈঠক। এ্যাংগোলা হয়ে সোমবার তিনি ওয়াশিংটন ফিরবেন।
XS
SM
MD
LG