অ্যাকসেসিবিলিটি লিংক

আরেকজন জিম্মি নিহত হবার খবর সম্পর্কে আমেরিকা নিশ্চিত নয়


Syria Islamic State Kobani
Syria Islamic State Kobani

ওয়াইট হাউস বলেছে, জর্ডানের বিমান হামলায় ইসলামিক স্টেটের জঙ্গীদের হাতে জিম্মি একজন আমেরিকান মহিলা নিহত হয়েছে, ইসলামিক স্টেটের এমন দাবি তারা নিশ্চিত করতে পারছে না। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, তারা ঐ খবরে অবশ্যই উদবিগ্ন, তবে আইসিসের দাবীর স্বপক্ষে আমরা কোনো প্রমাণ এখনও পাইনি।জর্ডানের কর্মকর্তারা বলছেন, এটা ইসলামিক স্টেটের অপরাধমূলক প্রচারণা। ওদিকে জর্ডানের রাজধানী আম্মানে শুক্রবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে জর্ডানের সামরিক বাহিনীর নিহত বৈমানিকের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানায়। সম্প্রতি ইসলামিক ষ্টেট জংগীরা ঐ পাইলটকে নৃশংসভাবে হত্যা করে। শুক্রবার আল হুসেইনী মসজিদে জুম্মার নামাজ শেষে প্রতিবাদকারীরা জর্ডানের পতাকা হাতে শহর প্রদক্ষিণ করে। ঐ সময় তারা ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। জর্ডান বলছে, নিহত বিমান চালক মুয়াছ আল কাসিয়াবে-কে যে হত্যা করা হয়েছে, তারই পালটা জবাবে ইসলামিক ষ্টেটের লক্ষ্যস্থলের ওপরে বিমান হামলা চালানো হয়। তারা বলছে চলতি এই অভিযান হচ্ছে তাদের বৈমানিকের নৃশংস হত্যার প্রতিশোধের সূচনা মাত্র। জর্ডান বৃহষ্পতিবার ইরাক এবং সিরিয়ায় ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে কয়েক ডজন বিমান অভিযান চালিয়েছে।

XS
SM
MD
LG