অ্যাকসেসিবিলিটি লিংক

মোগাদিশুর একটি হোটেলে জঙ্গি আক্রমণে ২৪ জন নিহত


সোমালিয়ার কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা বাহিনী সেই সব বন্দুকধারীদের হত্যা করেছে যারা মোগাদিশুর একটি জনপ্রিয় হোটেলে আক্রমণ চালিয়েছিল। এর ফলে ঐ ঘটনায় মৃতের সংখ্যা ২৪ এ গিয়ে দাঁড়ালো।

সে দেশের সুরক্ষা মন্ত্রী আব্দিরিজাক ওমর মোহাম্মদ ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে জানিয়েছেন যে, বৃহস্পতিবার সকালে সেখানকার অ্যাম্বাসাডর হোটেলে গোলাগুলির সময়ে নিরাপত্তা বাহিনী তিনজন বন্দুকধারীকে হত্যা করেছে এবং যে ৫৭ জনকে রাতভর পণবন্দী করে রাখা হয়েছিল তাদেরকে মুক্ত করেছে।

বুধবার শেষ বিকেলে হোটেলের বাইরে একটি গাড়ি বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে এই আক্রমণের সূচনা, যেখানে একজন চতুর্থ হামলাকারী নিহত হয়। পরে বন্দুকধারীরা হোটেলের বিভিন্ন তলায় গিয়ে, হোটেলে বসবাসকারীদের উপর গুলি চালায়।

ওমর বলছেন কমপক্ষে ১৭ জন, যাদের মধ্যে ১২ জন অসামরিক লোক, তিনজন নিরাপত্তা প্রহরী এবং দু'জন সংসদ সদস্য এই হোটেল ও তার আশাপাশে নিহত হয়।

মোগাদিশুর মদিনা হাসপাতালের পরিচালক বলেন, গুলিতে আহত আরও তিনজন পরে হাসপাতালে মারা যায়।

সোমালিয়ার জঙ্গি গোষ্ঠি আল শাবাব এই আক্রমণের দায় স্বীকার করে বলেছে যে, তারা এই হোটেলকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, কারণ এটি সরকারী কর্মকর্তারা ব্যবহার করে থাকেন।

XS
SM
MD
LG