অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় রুশ বিমান হামলার লক্ষ্যবস্তুর মাত্র ৫ শতাংশ হচ্ছে আই এস জঙ্গি: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী


ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী Michael Fallon শনিবার জানান যে সিরিয়ায় রুশ বিমান হামলার লক্ষ্যবস্তুর মাত্র পাঁচ শতাংশ হচ্ছে কথিত ইসলামিক স্টেট জঙ্গি। এ দিকে পশ্চিমি উদ্বেগ সত্বেও সিরিয়ায় মস্কোর বিমান অভিযান চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। ব্রিটেনের দ্য সান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন যে রুশরা বরঞ্চ পশ্চিম সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মিসহ সিরিয়ার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠিকে লক্ষ্যবস্তু করেছে । ফ্যালন বলেন যে আমরা প্রতেকদিন সকাল বেলায় এই বিমান হামলা বিশ্লেষণ করে দেখছি।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যে এ রকম প্রমাণ তাঁরা পাচ্ছেন যে তাঁরা অসামরিক এলাকাগুলোতে বেপরোয়া ভাবে অভিযান চালাচ্ছে , তাতে অসামরিক লোকজন প্রাণ হারাচ্ছে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যারা লড়ছে সেই ফ্রি সিরিয়ান আর্মির ওপরও তারা বোমা বর্ষণ করছে।

রাশিয়া এ সপ্তায় এই বলে সিরিয়ায় বোমা বর্ষণ শুরু করেছে যে তাদের মূল্ লক্ষ্যবস্তু হচ্ছে স্বঘোষিত ইসলামিক স্টেট সংগঠন । তবে পশ্চিমী কর্মকর্তা এবং স্থানীয়দের মতে প্রাথমিক আঘাতগুলো হানা হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সিরীয় বিদ্রোহী গোষ্ঠি।

XS
SM
MD
LG