অ্যাকসেসিবিলিটি লিংক

সুপ্রীম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে থাকা অবৈধ: হাইকোর্ট


সুপ্রীম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেয়ার জন্য সংবিধানের যে ষোড়শ সংশোধনী এনেছে সরকার-হাইকোর্ট তা সংবিধান পরিপন্থী ও অবৈধ বলে ঘোষণা করেছে। হাইকোর্ট বলেছে, এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার যে বিধান রয়েছে, তার পরিপন্থী।


৯ জন আইনজীবীর করা একটি রীট আবেদনের উপরে দেয়া রায়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চ বলেছে, বিভিন্ন দেশের মতো বাংলাদেশের শুরুতেও আইনসভার কাছে বিচারপতি অপসারণের যে ক্ষমতা দেয়া হয়েছিল, তা ছিল নিছক দুর্ঘটনা মাত্র। রায়ে আরও বলা হয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলের নীতি-নির্ধারকদের হাতে জিম্মি; তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। রায়ে বলা হয়, জনগণের ধারণা হলো- বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হবে। সে ক্ষেত্রে মানুষের আস্থা দুর্বল হবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবেন।

এদিকে, এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে সরকার পক্ষ। সংসদ অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় রায়কে ‘সংবিধান পরিপন্থি’ বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG