অ্যাকসেসিবিলিটি লিংক

কেরি-কারজাই সমঝোতার দ্বারপ্রান্তে


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলছেন যে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি সম্পর্কে তারা সমঝোতার কাছাকাছি রয়েছেন তবে যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিচার থেকে অব্যাহতি পাওয়া সম্পর্কে মতভেদ রয়েছে।

আগামী বছর আফগানিস্তানে নেটো নের্তৃত্বাধীন সৈন্য প্রত্যাহারের পর , যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে বর্ধিত আলোচনা শেষে শুক্রবার এই দু জন কাবুলে এই মন্তব্য করেন।

প্রেসিডেন্ট কারজাই বলেন যে আফগান সংসদ এবং বয়স্কদের পর্ষদ এ বিষয়টি নিস্পত্তি করবে যে ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্র বাহিনীর কোন অপরাধ বিচারের দায়িত্ব কোন দেশের ।

কেরি বলেন যে যুক্তরাষ্ট্রই আমেরিকান বাহিনীর যে কোন অপরাধের বিচার করতে পারবে ।

যুক্তরাষ্ট্র এ মাসের শেষ নাগাদ একটি পরিকল্পনা চূড়ান্ত করতে চায় যার আওতায় আগামি বছর নেটো নের্তৃত্বাধীন বাহিনী সে দেশ ত্যাগ করার পর যুক্তরাষ্ট্রের কিছু সৈন্য সেখানে থাকতে পারে।
XS
SM
MD
LG