অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কাশ্মিরে জঙ্গী-বিরোধী অভিযানে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনা বাহিনী


Kashmir Security forces-2
Kashmir Security forces-2

ভারতীয় সেনাপ্রধান, বিপিন রাওয়াত বলে দিলেন, কাশ্মিরে সেনার জঙ্গী-বিরোধী অভিযানে যারা বাধা দেবে, তারা ভারত-বিরোধী। এদের প্রতি অত্যন্ত কঠোর হবে সেনাবাহিনি। কিংবা, যারা আইএস ও পাকিস্তানী পতাকা ওড়াবে, তাদের দিকে গুলি ছুঁড়তেও দ্বিধা করবে না সেনারা। সম্প্রতি দেখা যাচ্ছে, জঙ্গীদের ধরবার অভিযানে কোনও এলাকা পুলিশ ঘিরে ফেললে স্থানীয় জনতা বাধা দিচ্ছে। এ সব আর সহ্য করা হবে না। বোঝাই যাচ্ছে, কাশ্মিরে জঙ্গী অশান্তি নিয়ন্ত্রণে নরেন্দ্র মোদি সরকার কঠোর ব্যবস্থা নিতে চলেছে। মনমোহন সিং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী চিদাম্বরম কিন্তু মনে করেন, এটা সঠিক পদ্ধতি নয়।
এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG